উইমেন পিস ক্যাফে, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেসমিন খাতুন ‘ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন।
জাকিয়া সুলতানা
উইম্যান পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন সদস্য সংগ্রহের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপ মৌখিক পরীক্ষা গতকাল (সোমবার) ২৫ ফেব্রুয়ারী ২০২২ সকাল ১০টা ৩০মিনিট থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর ৬ষ্ঠ তলায়, উইম্যান পিস ক্যাফের অফিসে অনুষ্ঠিত হয়েছে।
২০২২ সালের মার্চ মাসে অনলাইনে নতুন সদস্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিস ক্যাফে। সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ১৮০ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছিল যেখানে নারী ও পুরুষ শিক্ষার্থীর অনুপাত ছিল ৬:১ । এই আবেদনের প্রেক্ষিতে গতকাল শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সম্পন্ন হয়েছে। যেখানে ২৪টি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এ সময় সরাসরি আবেদনকারীদের সাথে কথা বলেন সংগঠনটির চিফ মেন্টর, মো.সাকার মুস্তফা তিনি জানান, ‘উইমেন পিস ক্যাফে সমাজে শান্তি ও সমতা বিনির্মানে যে ভূমিকা রাখছে, নতুন সদস্যদের নিয়ে সেই প্রচেষ্টা আরও তরান্বিত হবে বলে আমি মনে করি।’
একইসাথে অনলাইনে যুক্ত ছিলেন উইমেন পিস ক্যাফের মেন্টর এবং সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন্স অফিসার মোঃ ওয়াহিদুল ইসলাম। তিনি সরাসরি অনলাইনে যুক্ত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে তিনি বলেন, ‘একজন সদস্য একটি সংগঠনের প্রাণ সদস্য ছাড়া একটি সংগঠন যেমন পূর্ণতা পায় না ঠিক তেমনি একজন সংগঠকও দক্ষ সংগঠক হতে পারেনা। উইমেন পিস ক্যাফে বরাবরের মত এবারেও খুব সুন্দরভাবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নতুন উদ্যমী,সৃজনশীল যোগ্য সদস্য যুক্ত করছে। ভবিষ্যতে পিস ক্যাফের কার্যক্রম আরো গতিশীল করতে নতুন এই সদস্যরা দলবদ্ধ হয়ে এবং সমাজে শান্তি বিনির্মানে কাজ করবে বলে প্রত্যাশা রাখি’।
এছাড়া অনলাইনে আরোও যুক্ত ছিলেন সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমপাওয়ার্ড উইমেন পিস্ফুল কমিউনিটিজ প্রকল্পের প্রজেক্ট এসিস্ট্যান্ট রাহাত আরা রিশতি ও নির্ভয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আরিফুল ইসলাম।
একইসাথে উইম্যান পিস ক্যাফের চলমান কমিটির সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের সার্বিক তত্বাবধানে নতুন শিক্ষার্থী সংগ্রহ প্রোগ্রামটি সম্পন্ন হয়। মৌখিক পরীক্ষার ফলাফল খুব দ্রুত উইম্যান পিস ক্যাফের অফিসিয়াল ফেসবুক পেইজ (www.facebook.com/wpc.jkkniu) এবং ওয়েবসাইটে (https://wpcjkkniu.org/announcement) জানানো হবে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সাল থেকে উইম্যান পিস ক্যাফে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, শিক্ষার্থীদের শারীরিক-মানসিক স্বাস্থ্যসচেতনতা, নারী-পুরুষের সমঅংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সেন্টার ফর পিস এন্ড জাস্টিস ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতক্ষ্য তত্ত্বাবধানে এবং ইউএন উইমেনের সহযোগিতায় বেশ কয়েকটি প্রকল্প সফলতার সাথে শেষ করেছে এই সংগঠনটি।