টিম ঐকতানের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টিম ঐকতানের ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। গত বুধবার ২৫ ডিসেম্বর অনলাইন প্লাটফর্ম গুগল মিটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টিম ঐকতানের টিম লিডার কানিজ ফাতেমা সুরমা ও হোজাইমা সারোয়ার এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিম ঐকতান এর মেন্টর জান্নাতুল নাঈম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন বাদল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান ও উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর জনাব মো. অলি উল্লাহ। এছাড়াও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিলুফা সুলতানা শ্বেতা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অফিসার মো.ওয়াহিদুল ইসলাম এবং প্রজেক্ট এসিস্ট্যান্ট রওনক জাহান মৌশী।

ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রামে টিম ঐকতানের মেন্টর জান্নাতুন নাঈম অভিনন্দন জানান ২৫ পিস ভলান্টিয়ার এবং টিম ঐকতান। উক্ত অনুষ্ঠানে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে)কমিউনিকেশন অফিসার মো.ওয়াহিদুল ইসলাম বলেছেন,উইমেন পিস ক্যাফের জন্মবৃত্তান্ত নিয়ে যার হাত ধরে এসেছে টিম ঐকতানের যাত্রা। একইসাথে, শান্তি, সমপ্রীতি,সমাজে নারীদের ক্ষমতায়ণের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের কথা।

জাককানইবির কলা অনুষদের ডিন ড.মো সাহাবউদ্দিন বাদল বলেন,সৃষ্টিকর্তা আলাদাভাবে নারী পুরুষের মর্যাদা নির্ধারণ করে দেননি, তবুও বর্তমান সময়ের প্রেক্ষাপটে নারী পুরুষের মাঝে বৈষম্য দেখা যায়। এটা খুব দুঃখজনক। নারীদেরকে বিভিন্ন সচেতনতামুলক কাজের মাধ্যমে এটা থেকে বেরিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.উজ্জল কুমার প্রধান বলেন, টিম ঐকতান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫জন নারী শিক্ষার্থীকে একটি সুতার বন্ধনে আবদ্ধ করে নারীদের উন্নয়নের জন্য কাজ শুরু করেছে। তাদের উত্তরোত্তর উৎকর্ষ ও উন্নতি কামনা করছি।

উইমেন পিস ক্যাফে জাককানইবির চিফ মেন্টর অলি উল্লাহ সকলকে অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে যোগদান করেন এবং ঐকতানের সকল কাজে যথাসম্ভব সহায়তার প্রতিশ্রুতি দেন। ঐকতান একটি বিশাল সুযোগ সকলের জন্য, সকলে এ সুযোগ কাজে লাগাবে এ আশাবাদ ব্যক্ত করেন নিলুফা সুলতানা শ্বেতা প্রোগ্রাম কো -অর্ডিনেটর সেন্টার ফর অ্যান্ড জাস্টিস (সিপিজে)।

পিস ভলান্টিয়ার উমামা ইসলাম মীম বলেন,করোনাকালীন সময়ে নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীদের স্বনির্ভর করতে এই উদ্যোগটি অসাধারণ। আশা রাখছি প্রজেক্টের সময়কালীন সময়ে অনেক কিছু শিখতে পারবো এবং ভবিষ্যত জীবনে কাজে লাগাতে পারবো। আমাকে এমন সুযোগ দেয়ার জন্য টিম ঐকতান কে ধন্যবাদ।

টিম ঐকতানের সদস্য মো. আশিকুর রহমান এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।