উইমেন পিস ক্যাফে কর্তৃক ‘করোনায় নারী নেতৃত্ব’ শীর্ষক অনলাইন আড্ডা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উইম্যান পিস ক্যাফের আয়োজনে ‘করোনায় নারী নেতৃত্ব’ শীর্ষক অনলাইন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। পিস ক্যাফের কার্যনির্বাহী সদস্য সানজিদা ইসলাম ইরা ও জাকিয়া সুলতানার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন সরকার। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তা, ক্ষমতায়ন, শান্তি ও সমতা প্রতিষ্ঠাসহ নানা কর্মকাণ্ডে নারী নেতৃত্ব এবং নারীদের নানামুখী কর্মকাণ্ডগুলোর ফলপ্রসূ ভাবনাগুলো এই অনলাইনে পিস আড্ডায় উঠে আসে।

উইম্যান পিস ক্যাফের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, নতুন সদস্য ও যুগ্ন-সাধারণ সম্পাদক ও ভাইস প্রসিডেন্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনলাইন পিস আড্ডাটি শুরু হয়। আলোচক মুনমুন সরকার নারীর চোখে বিশ্বায়ন নিয়ে কথা বলেন।

পিস ক্যাফের সদস্য জাকিয়া সুলতানা বলেন, করোনার বিরুদ্ধে লড়তে নারী সরকার প্রধানরা অনেক বেশী দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এই মহামারীর শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়ে, চীন থেকে আমাদের কর্মরত শ্রমিকদের ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছিলেন। এছাড়াও সচেতনতা সৃষ্টিতে সব ধরনের পদক্ষেপ নিতে চেষ্টা করে যাচ্ছেন। তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তার দেশে দক্ষতার সাথে করোনা মোকাবিলায় কাজ করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। তারপর জাকিয়া সুলতানা প্রশ্ন রাখেন করোনাকালীন সময়ে নারীরা কীভাবে কাজ করছেন এবং কী কী করতে পারেন। এ বিষয়ে আলোচকরা বলেন, নারীরা এ সময়টাকে যেকোনোভাবে কাজে লাগাতে পারেন। তবে তারা বিশেষ গুরুত্ব দেন উদ্যোক্তার উপর। যেখানে একজন নারী তার আত্মপরিচয় এবং আর্থিক সাপোর্ট পাবেন।

আলোচকবৃন্দ উইম্যান পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাজকে স্বাগত জানান এবং বলেন উইমেন পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এমন একটি সংগঠন যেখানে নারীরা নিঃসংকোচে যুক্ত হন এবং তাদের সমস্যার সমাধান খুঁজে পান।

মুনমুন সরকার গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া প্রদান করেন। যা পিসক্যাফের কাজ আরও বেশি সাফল্যমণ্ডিত করবে। তিনি বলেন, ছেলে বা মেয়ে পার্থক্য না করে আমরা যদি সবাইকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে সবার কাজকে স্বাগত জানাই, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। পিস ক্যাফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেশকাতুল জিনান আলোচকদের আলোচনাকে স্বাগত জানান এবং বক্তব্যে প্রদান করেন, একই সাথে কার্যনির্বাহী সদস্য জেসমিন খাতুন এবং অন্যান্য সদস্যবৃন্দ মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য উইমেন পিস ক্যাফে শান্তি পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, উদ্ভাবনী চিন্তার প্রয়োগ ও বাস্তবায়নে বিভিন্ন কমিউনিটি নারীদেরকে নিয়ে কাজ ও উদ্যোক্তা তৈরিতে সৃষ্টিশীল প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। ইউএন উইমেনের এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটি প্রজেক্টের আওতায় সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় (জাককানইবি ও বেরোবি) কাজ করে যাচ্ছে।