
ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ পেলেন উইমেন পিস ক্যাফের জেসমিন
উইমেন পিস ক্যাফে, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেসমিন খাতুন ‘ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন। স্বেচ্ছাসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মনোনীত দেশের ১৫ জন নারী উক্ত অ্যাওয়ার্ড পেয়েছেন।
সোমবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে ইউএন উইমেন, ইউনাইটেড নেশন্স ভলান্টিয়ার বাংলাদেশ, একশন এইড, ভিএসও, প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ্ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসীন এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মনোনীত দেশের ১৫ জন নারীকে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। জেসমিন অ্যাওয়ার্ডের জন্য আবেদন করেছেন সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের (সিপিজে) অনলাইন প্ল্যাটফর্ম, বাংলাদেশ পিস বিল্ডার্সের নেটওয়ার্ক ফেসবুক গ্রুপ এবং ইউএনভি বাংলাদেশ পেইজের প্রকাশিত আবেদন ফর্মের মাধ্যমে।
পড়ালেখার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট ডাভ প্রজেক্ট ও হারমোনি প্রজেক্টের গ্রুপ কো-অর্ডিনেটর, ঐতিহ্য শাড়ি কুটির এর পরিচালনা প্রধান হিসেবে সংযুক্ত আছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব ও স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বহিঃস্থ আরও বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে বিভিন্ন পদে সম্পৃক্ত থেকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
জেসমিন বলেছেন, ‘ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ পেয়ে আমি খুবই আনন্দিত! কারণ বাংলাদেশের সৃজনশীল, উদ্ভাবনী ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত থেকে অসামান্য অবদান রাখা বীর নারী স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশে ২য় বারের মতো প্রদান করা হয়েছে এই অ্যাওয়ার্ডটি। যার মধ্যে আমিও একজন অ্যাওয়ার্ডি হিসেবে আছি।
তিনি আরও বলেন, বিশাল এই অর্জন আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। আমি ধন্যবাদ জানাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস কে এবং আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় সংগঠন উইমেন পিস ক্যাফের মেন্টরসহ সকলকে ও কৃতজ্ঞতা জানাই যাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজের মধ্য দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। আজকের এই অর্জন আগামীতে আরও ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সাংগঠনিক কার্যক্রম ছাড়াও জেসমিন ইউএন উইমেন ও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস এর সার্বিক সহায়তায় ‘হোয়াইট ডাভ’ ও ‘হারমোনি’ এর কোঅরডিনেটর এবং ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাওয়েরনেস উইথ হিউমেন একশন (আহা)এর সার্বিক সহায়তায় ‘উইমেন লিডার্স’ নামক তিনটি প্রজেক্টে উইমেন পিস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। ইতোমধ্যে বেশকিছু পুরস্কার পেয়েছেন তিনি। সিপিজে এবং পিস ক্যাফের প্রত্যক্ষ ত্বত্ত্বাবধানে হোয়াইট ডাভ প্রজেক্টে কাজের মাধ্যমে তিনি উইমেন পিস এম্বাসিডর-২০২০ এ ফার্স্ট উইনার অ্যাওয়ার্ড পেয়েছে যেখানে ২৮ টি প্রজেক্টের মাঝে তার অবস্থান প্রথম। এছাড়া হারমোনি প্রজেক্টে কাজের সম্পৃক্ততায় তিনি উইমেন পিস এম্বাসিডর-২০২১ – এ থার্ড উইনার অ্যাওয়ার্ড পেয়েছেন।
ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ বিশ্ববিদ্যালয় জীবনের দীর্ঘ পাঁচ বছরের অসংখ্য সাংগঠনিক কার্যক্রমের বিশেষ স্বীকৃতি বলে জানান জেসমিন।